খবরের সময ডেস্ক:
গাজীপুরে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ প্রকাশ্যে সাংবাদকর্মীকে হত্যার হুমকি দিয়েছেন ।
ব্যক্তিগত আক্রশের জেরে ও সরকারী নিয়মে অধিগ্রহন না করেই জোর পূর্বক রাস্তা নির্মান কাজে বাঁধা দেওয়ায় এবং ক্ষতি পূরনের অর্থ চাওয়ায় হুমকির মুল কারন । স্থানীয়রা জানান,সাইফুল ইসলাম মানিক আমাদের সকলের পক্ষে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সরকারী নিয়মে জমির মালিকগণ যাতে অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাইতে পারেন,সেই লক্ষে উচ্চ আদালতে রিট করেন । বহিস্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের আমলে কাউন্সিলর তানভীর তার সাঙ্গপাঙ্গ নিয়ে জোর পূর্বক সাধারণ মানুষের বসত ঘরবাড়ি,দোকানপাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়ে ছিল । কেউ কেউ প্রতিবাদ করলেও তাদেরকে থামিয়ে রাখা হয়েছিল ভিন্ন কৌশলে ।অপরদিকে এক কাঠা,দুই কাঠার উপর বসতি ওয়ালারা কাউন্সিলর ও মেয়রের নিকট একাধিকবার শেষ সম্বল ভিটাবাড়ির বদৌলতে ক্ষতি পূরণের দাবি করলে দেই,দিবো,দেখছি বলে কাল ক্ষেপন করতে থাকলে একপযার্য়ে মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে।
সংবাদকর্মীকে হুমকির প্রতিবাদে মঙ্গলবার ১৪ ডিসেম্বর২০২১ইং সকালে ভুক্তভোগীদের সমন্বয়ে জেলা সদরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ ফরিদ। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাংবাদিক এম এ ফরিদ, মোঃআকরাম হোসেন, মোঃমোকবুল হোসেন, মোঃমোস্তাক খান,মোঃসাইফুল ইসলাম মানিক, মোঃআবু বক্কর সিদ্দিক।
এম এ ফরিদ বলেন সারাদেশে সাংবাদিকদের উপর হামলা মিথ্যা মামলা ও হুমকি দিয়ে গণমাধ্যম কর্মীদের কোনঠাসা করে ফেলছে। দেশে উন্নয়নের সংবাদ প্রকাশে বাঁধা না থাকলেও দূর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশে করলে হামলার শিকার হোন। একটি স্বাধীন গণতান্ত্রিক দেশে রাষ্ট্রের চতুর্থ স্তম্ব গণমাধ্যমে বিরুদ্ধে বিদ্বেষ মূলক আচরণ কাম্য নয়। তাই গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের । গত ৩রা নভেম্বর২০২১ইং শুক্রবার ১৯ নং ওয়ার্ডস্থ সালনা এলাকায় জুম্মার নাজের সময় ছাপরা মসজিদের মাইকে ১৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ সাংবাদিক মোঃসাইফুল ইসলাম মানিককে হত্যার হুমকি দেয়। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তা নির্মাণে বসতবাড়ি ভাঙ্গতে একাদিকবার হুমকি ও ভয়ভীতি দেখায় এই কাউন্সিলর তানভীর। অনতিবিলম্বে কাউন্সিলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহবান জানান সংবাদকর্মীরা।সেই সাথে ডিজিটাল নিরাপত্তা আইনে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইদের মুক্তির দাবি জানান। ভুক্তভোগী সাংবাদিক মোঃসাইফুল ইসলাম মানিক সিটি করপোরেশন রাস্তা নির্মাণে উভয় পাশের বসতবাড়ি ক্ষতির আশংকায় উচ্চ আদালতে রিট করেন। যথাযথ ক্ষতিপূণ দিলে জমি বাড়িঘর ভেঙ্গে দিতে আমাদের কোন আপত্তি নেই। ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকবার বসতবাড়ি ভেঙে জমি ছেড়ে দিতে বলে আমরা রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে আমাকে ভয়ভীতি দেখায়। গত ৩ রা ডিসেম্বর শুক্রবার জুম্মার নামাজের সময় দক্ষিণ সালনা ছাপরা মসজিদের মাইকে প্রকাশ্যে আমাকে হত্যার হুমকি দেয় কাউন্সিলর তানভীর। আমি এর নিন্দা জানাচ্ছি এবং বিচার দাবি করছি। বর্তমানে আমি আমার পরিবার পরিজন নিয়ে আতংকে আছি। তিনি আরও বলেন সুবিচার চেয়ে ইতিমধ্যে জেলা প্রশাসক, গাজীপুর সদর মেট্রো থানা, জিএমপি পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদ করা সত্বেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃহাসন আলী,মোঃমাজহারুল ইসলাম রবিন, তানজিম আহমেদ সোহেল, কাজী রোকেয়া কেয়া, অলিদুর রহমান, মোঃমুনসুর আলী,মোঃ আলী, মোঃহাইয়ুল, নাসিমা আক্তার রেনু, মোঃপলাস সহ অন্যান্য সাংবাদিক বৃন্দ।